আজকাল ওয়েবডেস্ক: লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে চিন সীমান্তে দুর্ঘটনায় পড়া টি সেভেন্টি টু ট্যাঙ্কের উদ্ধারকার্য শেষ হল রবিবার। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় হত পাঁচ সেনা জওয়ানের দেহ পাওয়া গিয়েছে।

ট্যাঙ্ক যুদ্ধের মহড়া চলাকালীন শিওক নদী পার হওয়ার সময় এই ট্যাঙ্কটি স্রোতে ভেসে যায়। নদীর আচমকা জলস্ফীতিই এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে ভারতীয় সেনা।