আজকাল ওয়েবডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর এবার ভারি বৃষ্টিপাতের জেরে দুর্ভোগ দিল্লিতে। বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে ৮। শুক্রবার বৃষ্টিজনিত কারণে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার সকালে দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকা থেকে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারি বৃষ্টিপাতের মাঝে গতকাল রাতে দেওয়াল ধসে পড়ে। তাতেই চাপা পড়ে প্রাণ হারান এই তিন শ্রমিক।
মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার দিল্লিতে বর্ষা প্রবেশ করেছে। গত ৮৮ বছরে জুন মাসে একদিনে রেকর্ড ভাঙা বৃষ্টির সাক্ষী থাকল রাজধানী। এর জেরে দিল্লি-মীরাট হাইওয়ে, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজ়াদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এইমস যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন। যানজটেও নাজেহাল নিত্যযাত্রীরা।
শনি এবং রবিবার গোটা দিল্লিজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।