আজকাল ওয়েবডেস্ক : ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হল দিল্লিতে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে তাতে দিল্লির তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে শনি এবং রবিবার গোটা দিল্লিজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতেরও সতর্কবার্তা রয়েছে। দিল্লিতে সপ্তাহের শেষে ১২৪ মিলিমিটার থেকে ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবারই জানানো হয়েছিল দিল্লিতে সপ্তাহের শেষেই বর্ষা প্রবেশ করবে। রাজধানীর বিভিন্ন রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন। পথচলতি গাড়ি জলের তলায়। এরপর আরও বৃষ্টি হলে নিকাশি ব্যবস্থা যে আরও সমস্যায় পড়বে তা একবাক্যে মেনে নিয়েছেন সকলে।