শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | NEET: নিট ইস্যুতে উত্তাল সংসদ

Sumit | ২৮ জুন ২০২৪ ১৮ : ১৮Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি: নিট পরীক্ষা ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। ইন্ডিয়া জোটের তরফে নিট পরীক্ষা নিয়ে আলোচনার দাবি না মানায় ভেস্তে গেল লোকসভা। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে আজ লোকসভা এবং রাজ্যসভায় নোটিশ দেন ইন্ডিয়া জোটের সাংসদরা। যদিও বিরোধীদের দাবি না মানায় লাগাতার বিক্ষোভ চলতে থাকে। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ করতে থাকেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ ইন্ডিয়া শিবির। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন আলোচনা শুরুর চেষ্টা করতে থাকে ট্রেজারি বেঞ্চ। ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে দাবি জানায়, আগে নিট নিয়ে গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করতে হবে।
গতকাল সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকেই নিট নিয়ে অলআউট আক্রমণের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া জোট। সেই মতো আজ সকালে নিট পরীক্ষা নিয়ে আলোচনার দাবিতে সংসদের উভয়কক্ষে নোটিশ জমা হয়। তৃণমূলের তরফে লোকসভায় সমস্ত কাজ বন্ধ রেখে আলোচনার দাবিতে নোটিশ দেন দলনেতা সুদীপ ব্যানার্জি। রাজ্যসভায় একই দাবিতে ২২টি নোটিশ দেওয়া হয়। তারমধ্যে ১১টি নোটিশ দেয় তৃণমূল। বাকি ১১টি নোটিশ দেয়, কংগ্রেস, ডিএমকে, সিপিএম, সিপিআই, শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, এনসিপি। সূত্রের খবর, আজ সকালেই ইন্ডিয়া জোটের নেতাদের বিজেডির দলনেতা সস্মিত পাত্র জানিয়ে দেন, কোনও নোটিশ জমা না দিলেও, ইন্ডিয়া জোটের কোনও পরিকল্পনা থাকলে যোগ দিতে চান তাঁরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট নিয়ে আলোচনার দাবি তুলে বলেন, "আমরা মনে করি, সরকার এবং বিরোধী, উভয়পক্ষের তরফে যৌথভাবে নিট নিয়ে আলোচনার মাধ্যমে দেশের যুব সমাজকে বার্তা দেওয়া উচিত।" যদিও তাঁর সেই দাবি খারিজ করে দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, শুধুমাত্র রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন নিয়েই আলোচনা হবে। অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যের পরেও তুমুল বিক্ষোভ করতে থাকে বিরোধী শিবির। সভা শুরুর আগে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "সংসদের উচিত, দেশের পড়ুয়াদের বার্তা দেওয়া যে, সরকার এবং বিরোধী উভয়পক্ষই তাঁদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটি দেশের যুবদের সমস্যা। ফলে, প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ তিনি যেন সম্মানজনক এবং গঠনমূলক আলোচনা ও জবাব দেন নিট পরীক্ষা নিয়ে।"
রাজ্যসভাতেও একই চিত্র চলতে থাকে। বিরোধীদের দেওয়া ২২টি নোটিশ খারিজ হতেই তুমুল বিক্ষোভ শুরু হয়। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে পুরো ইন্ডিয়া শিবির ওয়েলে নেমে বিক্ষোভ করতে থাকে। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন চেয়ারম্যান। যদিও তা সফল হয়নি। ফলে একাধিকবার সভা স্থগিত করে দিতে হয়। নিট নিয়ে আলোচনার দাবিতে নোটিশ প্রত্যাখান করা প্রসঙ্গে ইন্ডিয়া জোটের এক নেতা জানান, ২০১৬ সালের পর থেকে বিগত ৮ বছরে একটিও নোটিশ গ্রহণ করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সাংসদদের সঙ্গে ওয়েলে নামেন বিজেডি সাংসদরাও। পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, ডিএমকের দলনেতা তিরুচি শিবার মতো সংসদীয় নেতারাও ওয়েলে নেমে বিক্ষোভ করেন। দুপুর আড়াইটের পর রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন আলোচনা শুরু হয়। তবে ওয়াকআউট করে সমগ্র ইন্ডিয়া শিবির। ডেরেক ও ব্রায়েন বলেন, "প্রিয় দেশের পড়ুয়ারা, আপনাদের দাবি, উদ্বেগ সংসদে তুলতে চেয়েছিলেন প্রায় তিন শতাধিক সাংসদ। যদিও সরকার আপনাদের দাবি তুলতে দেয়নি। " তিনি আরও বলেছেন, "প্রতারণার শিকার হওয়া ২৪ লক্ষ পড়ুয়ার উদ্বেগ, দাবি সংসদে তুলতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। নিট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছিল সেই কারণেই।" সরকারের কাছে কোনও জবাব না থাকা তারাই সংসদে বিশৃ্ঙ্খলা তৈরি করেছে বলে অভিযোগ ডেরেকের। তবে সোমবার আলোচনায় যোগ দিয়ে নিট প্রসঙ্গ তুলবে ইন্ডিয়া শিবির।





নানান খবর

নানান খবর

'গোধরা-কাণ্ড আটকানো যেত', নয় জন পুলিশ কনস্টেবলের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল হাই কোর্ট

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া