আজকাল ওয়েবডেস্ক: বুকারজয়ী ভারতীয় লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কারে জয়ী হয়েছেন। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্রিটেন, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলির লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়। বিশ্বের নানান বিষয় সম্পর্কে সাহিত্যিকের স্পষ্ট ও অনবদ্য দৃষ্টিভঙ্গির স্বীকৃতিও এই পুরস্কার। ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
১৪ বছর আগে দেওয়া বক্তৃতার জের ধরে ভারতের কর্মকর্তারা অরুন্ধতী রায়ের(৬২) বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দেওয়ার ১০ দিন পরেই তিনি এই পুরস্কার পেয়েছেন।
আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্রিটেন, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলির লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়। বিশ্বের নানান বিষয় সম্পর্কে সাহিত্যিকের স্পষ্ট ও অনবদ্য দৃষ্টিভঙ্গির স্বীকৃতিও এই পুরস্কার। ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
১৪ বছর আগে দেওয়া বক্তৃতার জের ধরে ভারতের কর্মকর্তারা অরুন্ধতী রায়ের(৬২) বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দেওয়ার ১০ দিন পরেই তিনি এই পুরস্কার পেয়েছেন।
