আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের পর এবার জোরদার বৃষ্টি। দিল্লির বিভিন্ন অংশে টানা দুদিন ধরে চলছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিল্লিতে আরও বৃষ্টি হবে। তীব্র দহন থেকে দিল্লি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু এবার জলের সমস্যা। রাজধানীর বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। ফলে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত। মিন্টু রোডে একটি গাড়ি জলে ডুবে গিয়েছে। সেই ছবি ভাইরাল হয়েছে সর্বত্র। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দিল্লিতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও বৃষ্টির বিরাম নেই। এখনও পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রাও অনেকটাই নিম্নমুখী হয়েছে। একধাক্কায় তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে নেমেছে। দিল্লিতে যে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছে ছিল তা একেবারে নেমেছে অনেকটাই। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিল্লিবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি বর্ষার আগের বৃষ্টি। আগামী দু-একদিনের মধ্যেই দিল্লিতে বর্ষা প্রবেশ করবে। ফলে তখন বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে।