নিজস্ব সংবাদদাতা: আগামী ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শুটিং পর্ব সারলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিছুদিন আগেই এই ছবির জন্য রেকি করতে দেখা গিয়েছিল পরিচালককে।
সেই সময় ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ জানা গেলেও, প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছবিটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি।

১২ জন তারকাকে নিয়ে ছবির ময়দানে নেমেছেন সৃজিত। থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়। আজকাল ডট ইন-এ প্রকাশিত হল ৬ চরিত্রের প্রথম ঝলক।

কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী,সৌরসেনী মৈত্র,সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর ফাস্ট লুক দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকের চরিত্রটি সমাজের ভিন্ন ব্যক্তিত্বকে তুলে ধরেছেন পরিচালক। বিশেষত, সৌরসেনীর লুকে ধরা পড়ল বিশেষ পরিবর্তন। তাঁর চরিত্রেও যে চমক অপেক্ষা করছে তা বোঝাই যাচ্ছে। রাগান্বিত মুখে দেখা গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।পাশাপাশি নজর কাড়লেন কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ও।

‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এই ছবির পরিকল্পনা করেছেন পরিচালক। ছবি প্রসঙ্গে সৃজিতের কথায়, "ছবিতে সবার সঙ্গে কাজ করতে পেরে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম। আশাকরি দর্শকের কাছে খুব তাড়াতাড়ি এই ছবি নিয়ে আসতে পারব।"

প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সৃজিতের নতুন ছবি।