আজকাল ওয়েবডেস্ক: ২ বছরের শিশু, খেলছিল বাড়ির বাইরে। আচমকা গাড়ির ধাক্কায়, প্রাণ গেল শিশুর। পরে চালক পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে স্থানীয়রা। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, গুরুগ্রামে। ওই শিশুর বাবা কৃষ্ণ মালাকার আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। ডিএলএফ এর ফেজ ৩ এলাকায় থাকতেন পরিবার নিয়ে। তাঁর চার বছরের মেয়ে আকৃতি এবং ২ বছরের ছেলে জিগর বাড়ির বাইরে সিঁড়ির সামনে খেলছিল দুপুর ১টা নাগাদ। তখনই আচমকা দ্রুত গতিতে একটি গাড়ি এসে জিগরকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। ঘটনার পরে চালক পালানোর চেষ্টা করলেও, স্থানীয়রা ধরে ফেলে তাকে।
