আজকাল ওয়েবডেস্ক: শপথগ্রহণের পর জয় সংবিধান স্লোগান দেওয়ায় স্পিকারের আপত্তি নিয়ে প্রশ্ন তুলল বিরোধী শিবির। আজ লোকসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করেন শশী থারুর। শপথবাক্য পাঠ করার পর তিনি বলেন, "জয় হিন্দ, জয় সংবিধান।" শপথগ্রহণের পর যখন গ্যালারির দিকে যাচ্ছিলেন শশী, সেই সময় স্পিকার তাঁকে উদ্দেশ্য করে বলেন, "আপনি শুধুমাত্র সংবিধানের শপথ গ্রহণ করেছেন।" তাঁর মন্তব্যে প্রবল আপত্তি জানান কংগ্রেস সাংসদরা। দলের তরফে দীপেন্দ্র হুডা বলেন, জয় সংবিধানে কী ভুল থাকতে পারে। কেন সংসদে জয় সংবিধান স্লোগান দেওয়া যাবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী।