ভালবাসা তো চিনির মতোই মিষ্টি। সমান মিষ্টি প্রেমের গান। টলিউড বলছে, তেমনই গান নাকি রণিতা দাশকে শোনাচ্ছেন সৌম্য মুখোপাধ্যায়? ‘চিনি ২’-এর ‘তুমি জানতেই পার না’ গানটা সৌম্য-মধুমিতা চক্রবর্তীর ঠোঁটে দারুণ জনপ্রিয়। গানের দৃশ্যের ছবি নায়কের সামাজিক পাতার কভার ফটো। আর নাকি জীবনের জাতীয় সঙ্গীত! দীপাবলির আগের রাতে এই গানই নাকি টাটকা জুটিকে ঘিরে ছিল!
সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে নাকি বিচ্ছিন্ন রণিতা। টলিপাড়া বলছে, এ তো পুরনো গল্প। তা হলে কি এবারের দীপাবলি নতুন আলোর সন্ধান দেবে না নায়িকাকে? কৌতূহল ছিলই। তারই জবাব মিলল শনিবার সন্ধেয়। সামাজিক পাতায় ভাইরাল, সৌম্য-রণিতার বিশেষ ফটোশুট। আজকাল ডট ইনের কাছে একথাই বলেছেন সৌম্য। যদিও টলিউডের দাবি, ইতিমধ্যেই নাকি তাঁদের মনে নতুন প্রেমের আলো জ্বলেছে। সৌম্য-রণিতার রসায়ন নাকি জমজমাট। তার ছায়া তাঁদের দীপাবলির ফটোশুটেও। উৎসবের রং কালো। সেই রঙে রংমিলন্তি দু’জনে। রণিতা শাড়িতে সুন্দরী। সৌম্য পাঞ্জাবিতে। রূপ আর প্রেমের জৌলুসের ঝিলিক তুলে তাঁরা প্রদীপ জ্বালিয়েছেন। ঘর ভরিয়েছেন আলোর দীপ্তিতে। চোখে চোখে কথাও বলেছেন পরস্পর। এভাবেই প্রেমের কবিতা লিখেছেন তাঁরা।
এ তো ছবির গল্প। আসল খবর কী? নতুন প্রেমের ওম জড়িয়ে আলোর উৎসবে কী করছেন?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সৌম্যর সঙ্গে। ফোনে ব্যস্ত ছিলেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ অভিনেতা। কথা ফুরোতেই সাড়া দিয়েছেন। গলার একরাশ লজ্জা নিয়ে বলেছেন, ‘‘কিচ্ছু নেই আমাদের মধ্যে। শুধুই ফটোশুট।’’ ফটোশুটেই এত রসায়ন! প্রশ্ন রাখতেই হেসে ফেলেছেন তিনি। সৌম্যর দাবি, এর আগে একবার মাত্র কাজ করেছিলেন রণিতার সঙ্গে। এটা দ্বিতীয় বার। চেনাজানা বলতে এটুকুই। তিনি উদযাপন করবেন তাঁর কাছের বন্ধুদের সঙ্গে। বাড়িতে ছোট পার্টি হবে। বাড়ির বাইরে পা রাখার কোনও পরিকল্পনাই নেই।
এই ফোন, এই উদযাপন— সবেতেই কি রণিতা সঙ্গিনী? সৌম্যর যুক্তি, লুকিয়ে প্রেম করার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। কিছু হলে সবাই জানতে পারবেন। সদ্য শেষ করেছেন ‘কেমিস্ট্রি মাসি’র শুট। সৌরভ চক্রবর্তীর এই সিরিজের মুখ্য আকর্ষণ দেবশ্রী রায়। পাশাপাশি, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও কথা চলছে। সেই জায়গা থেকেই নায়কের দাবি, ‘‘প্রেম করলে কাজ করব কখন? আপাতত কাজে মন দিই।’’
সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে নাকি বিচ্ছিন্ন রণিতা। টলিপাড়া বলছে, এ তো পুরনো গল্প। তা হলে কি এবারের দীপাবলি নতুন আলোর সন্ধান দেবে না নায়িকাকে? কৌতূহল ছিলই। তারই জবাব মিলল শনিবার সন্ধেয়। সামাজিক পাতায় ভাইরাল, সৌম্য-রণিতার বিশেষ ফটোশুট। আজকাল ডট ইনের কাছে একথাই বলেছেন সৌম্য। যদিও টলিউডের দাবি, ইতিমধ্যেই নাকি তাঁদের মনে নতুন প্রেমের আলো জ্বলেছে। সৌম্য-রণিতার রসায়ন নাকি জমজমাট। তার ছায়া তাঁদের দীপাবলির ফটোশুটেও। উৎসবের রং কালো। সেই রঙে রংমিলন্তি দু’জনে। রণিতা শাড়িতে সুন্দরী। সৌম্য পাঞ্জাবিতে। রূপ আর প্রেমের জৌলুসের ঝিলিক তুলে তাঁরা প্রদীপ জ্বালিয়েছেন। ঘর ভরিয়েছেন আলোর দীপ্তিতে। চোখে চোখে কথাও বলেছেন পরস্পর। এভাবেই প্রেমের কবিতা লিখেছেন তাঁরা।
এ তো ছবির গল্প। আসল খবর কী? নতুন প্রেমের ওম জড়িয়ে আলোর উৎসবে কী করছেন?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সৌম্যর সঙ্গে। ফোনে ব্যস্ত ছিলেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ অভিনেতা। কথা ফুরোতেই সাড়া দিয়েছেন। গলার একরাশ লজ্জা নিয়ে বলেছেন, ‘‘কিচ্ছু নেই আমাদের মধ্যে। শুধুই ফটোশুট।’’ ফটোশুটেই এত রসায়ন! প্রশ্ন রাখতেই হেসে ফেলেছেন তিনি। সৌম্যর দাবি, এর আগে একবার মাত্র কাজ করেছিলেন রণিতার সঙ্গে। এটা দ্বিতীয় বার। চেনাজানা বলতে এটুকুই। তিনি উদযাপন করবেন তাঁর কাছের বন্ধুদের সঙ্গে। বাড়িতে ছোট পার্টি হবে। বাড়ির বাইরে পা রাখার কোনও পরিকল্পনাই নেই।
এই ফোন, এই উদযাপন— সবেতেই কি রণিতা সঙ্গিনী? সৌম্যর যুক্তি, লুকিয়ে প্রেম করার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। কিছু হলে সবাই জানতে পারবেন। সদ্য শেষ করেছেন ‘কেমিস্ট্রি মাসি’র শুট। সৌরভ চক্রবর্তীর এই সিরিজের মুখ্য আকর্ষণ দেবশ্রী রায়। পাশাপাশি, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও কথা চলছে। সেই জায়গা থেকেই নায়কের দাবি, ‘‘প্রেম করলে কাজ করব কখন? আপাতত কাজে মন দিই।’’
