আজকাল ওয়েবডেস্ক : একেই বোধহয় বলে রাখে হরি, মারে কে। বিহারের সীতামারিতে বরাত জোরে বাঁচলেন এক তরুণী। জোরে বৃষ্টি চলছিল। তখনই সে বাড়ির ছাদে উঠে রিল বানাতে ব্যস্ত ছিল। সানিয়া কুমারি নামে ওই তরুণীর বাড়ির ছাদেই পড়ল বাজ। কাছে থাকার পরও তাঁকে স্পর্শ করেনি বাজ। তাঁর সঙ্গে ছাদে ছিল তার আত্নীয় দেবনারায়ন ভগতও। তখনই তাঁরা সেখান থেকে ছুটে পালিয়ে আসেন। এযাত্রা বাজের হাত থেকে রক্ষা পেল ওই তরুণী। নাহলে তাঁর মৃত্যুও ঘটতে পারত। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। বুধবার সকাল থেকেই বিহারের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। রিল বানাতে গিয়ে হয়তো বেঘোরে প্রাণ যেত ওই তরুণীর। তবে কপালের জোরে বাঁচল সে।
