আজকাল ওয়েবডেস্ক : অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন আপ নেত্রী অতিশী। এরপরই অনশন মঞ্চ থেকে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখান থেকে বৃহস্পতিবার তিনি ছাড়া পেলেন। বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য থেকে পর্যাপ্ত জল পাচ্ছে না দিল্লি। এই অভিযোগ তুলে অনশনে বসেছিলেন অতিশী। তবে মঙ্গলবার তাঁর ব্লাড সুগারের মাত্রা অনেকটাই কমে যায়। ফলে ৫ দিনের অনশন তুলে নিতে বাধ্য হয় অতিশী। এরপর হাসপাতালে ভর্তি হওয়ার পর খানিকটা সুস্থ বোধ করেন তিনি। বুধবার সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাত অতিশীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। বৃহস্পতিবারই চিকিৎসকরা জানিয়ে দেন সুস্থ রয়ছেন অতিশী। ফলে হাসপাতাল থেকে তাঁকে ছাড়া যেতেই পারে। এরপরই হাসপাতাল থেকে ছাড়া পেলেন অতিশী।