আজকাল ওয়েবডেস্ক: আরও এক বিদেশিকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। দু'বছরের চুক্তিতে লাল হলুদে মাদি তালাল। ২০২৬ মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলতে দেখা যাবে ফরাসি প্লে-মেকারকে। গত বছর আইএসএলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল তাঁর। পাঞ্জাব এফসির জার্সিতে ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করে ছাড়েন। মূলত তাঁর হাতেই শেষ হয় লাল হলুদের সুপার সিক্সের স্বপ্ন। অবশ্য তার অনেক আগে থেকেই তালালকে টার্গেট করে নেয় ইস্টবেঙ্গল। আইএসএল শেষ হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেন কর্তারা। চূড়ান্তও হয়ে যায়। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। বৃহস্পতিবার সরকারি ঘোষণাও হয়ে গেল। দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, ক্লেইটন সিলভা, ডেভিড লালনসাঙ্গার পর মাদি তালালকে সই করিয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী করে নিল ইস্টবেঙ্গল। কলকাতার প্রধানে যোগ দিয়ে তালাল বলেন, 'ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান প্রচুর। আমি এই ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। আমার নতুন সতীর্থ এবং ফ্যানদের সঙ্গে দেখা করার অপেক্ষায়।' তাঁকে পেয়ে দলের অ্যাটাকিং ফোর্স নিয়ে অনেকটাই স্বস্তিতে লাল হলুদ কোচ। কার্লেস কুয়াদ্রাত বলেন, 'আইএসএলে অভিষেকে নজর কেড়েছে তাকাল। ওর প্রতিভা দলের আক্রমণভাগকে সাহায্য করেছে। যার ফলে শুধুমাত্র অ্যাসিস্ট নয়, বেশ কয়েকটা গোলও করেছে। কয়েক প্রস্থ আলোচনার পর ইস্টবেঙ্গলে যোগ দিতে রাজি হয়।' মাদি তালালের জন্য আসরে নেমেছিল বেশ কয়েকটা আইএসএল ক্লাব। কিন্তু শেষপর্যন্ত লাল হলুদে যোগ দিতে আগ্রহী হন ফরাসি মিডিও। গত আগস্টে ভারতীয় ফুটবলে হাতেখড়ি। পাঞ্জাব এফসির প্রত্যেক ম্যাচেই খেলেন। পাঞ্জাবের ছ'টি জয়ের মধ্যে পাঁচটিতে হয় গোল করেছেন, নয়তো গোলের পাস বাড়িয়েছেন। ছয় গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট। ক্রিয়েটিভ মিডফিল্ডারকে সই করিয়ে দলের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।
