আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে বেপরোয়া গতির বলি এক মহিলা ও ২ নাবালক। তিনজনকে পিষে দিলেন এক মত্ত সরকারি আধিকারিক। দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
পুলিশ সূত্রে খবর, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তেহরি গঢ়বালে। অভিযুক্ত জাখনিধরের অতিরিক্ত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর রক্তের নমুনা পরীক্ষার পর অ্যালকোহলের উপস্থিতি মিলেছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, সেদিন সন্ধেয় মেয়ে ও ভাইঝিদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন স্ত্রী। আচমকা তাঁদের পিষে দেন মত্ত সরকারি আধিকারিক। ঘটনাস্থলে দুই ভাইঝি ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নাবালিকা কন্যাসন্তান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অতীতেও ওই আধিকারিক মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। এদিন পিষে দেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু স্থানীয়রা ধরে ফেলেন। তাঁর গাড়ি থেকে মদের বোতল পাওয়া গিয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।