আজকাল ওয়েবডেস্ক: বুধবার অষ্টাদশ লোকসভায় ধ্বনিভোটে অধ্যক্ষ পদে জয়ী হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। লোকসভায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা দু' বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন তিনি। তবে স্পিকার নির্বাচনে ভোটাভুটি না হওয়ায় যে তৃণমূল ক্ষুব্ধ, তা স্পষ্ট দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কথায়। এদিন লোকসভার বাইরে অভিষেক বলেন, যা হয়েছে তা নিয়মবিরুদ্ধ। তৃণমূল সাংসদের মতে, সংসদে যদি একজনও চান ভোটাভুটি, সেক্ষেত্রে অনুমতি দেওয়া উচিৎ ভোটাভুটির। এক্ষত্রে তা হয়নি। অভিষেকের মতে, 'সংসদের প্রথা অনুযায়ী, ৫০০ সাংসদের মধ্যে একজন সাংসদও ভোটাভুটি চান যদি, তাহলে সেই প্রস্তাবে সাড়া দিতে হবে। সংসদের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন, বহু বিরোধী সাংসদ এদিন ডিভিশন চেয়ে ভোটাভুটির আর্জি জানান। কিন্তু প্রোটেম স্পিকার তা করেননি।' বিজেপির কাছে যে পর্যাপ্ত সাংসদ নেই, তাও তারা সরকার চালাচ্ছে সেকথাও এদিন মনে করিয়ে দেন অভিষেক। উল্লেখ্য ডেপুটি স্পিকার পদের বিষয়ে কেন্দ্রের সদর্থক মনোভাব না থাকায় মঙ্গলবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষ পদের জন্য কে সুরেশ মনোনয়ন দেন। যদিও তখন তৃণমূল অভিযোগ করেছিল, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পরে যদিও সিদ্ধান্তে একমত হয় বিরোধী জোটের দুই শরিক।