বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি:‌ স্পিকার পদে নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশকে সমর্থন করবে তৃণমূল। সূত্রের খবর এমনটাই। প্রসঙ্গত, মঙ্গলবারই অভিষেক ব্যানার্জি জানান, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কে সুরেশের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের ক্ষোভের কথা জানতে পেরে গতকালই রাহুল কথা বলেন অভিষেক ও মমতার সঙ্গে। প্রসঙ্গত, স্পিকার পদপ্রার্থী নিয়ে মঙ্গলবার দু’‌মেরুতে ছিল কংগ্রেস ও তৃণমূল। প্রথমে অভিষেকের সঙ্গে কথা ও ফোনে মমতার সঙ্গে রাহুল কথা বলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যায় বৈঠক হয় খড়্গের বাড়িতে। তৃণমূলের তরফে রাতে জানানো হয়, স্পিকার পদে প্রার্থী নিয়ে বুধবার সকালে সিদ্ধান্ত জানাবে তারা। সূত্রের খবর, এদিন কংগ্রেসের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছে তৃণমূল। ইন্ডিয়া জোটের স্পিকার পদে প্রার্থী কে সুরেশের সঙ্গে লড়াই হবে বিজেপির প্রার্থী ওম বিড়লার।