সংবাদসংস্থা মুম্বই: নিখিল নাগেশ ভাট পরিচালিত অ্যাকশনে ভরপুর ছবি 'কিল'-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা লক্ষ্য লালওয়ানি-এর। ওই ছবিতে একজন সৈনিকের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। বান্ধবীর সঙ্গে রেল সফরের সময় আততায়ীদের মুখোমুখি হন তাঁরা। নিজের প্রিয়জনকে বিপদের হাত থেকে কীভাবে বাঁচাবেন তিনি, এই নিয়েই এগোয় ছবির গল্প। 'কিল'-এ লক্ষ্য-এর বান্ধবীর চরিত্রে দেখা গেছে অভিনেত্রী তানিয়া মানিকতলাকে। আর প্রধান নেতিবাচক চরিত্রে রয়েছেন রাঘব জুয়াল। ছবির সহ-প্রযোজক করণ জোহর।

এই ছবির আগে লক্ষ্য-এর অভিনীত প্রথম বড়পর্দার ছবি হতে চলেছিল করণ জোহরের পরিচালিত 'দোস্তানা ২'। সেখানে রোমান্টিক নায়কের চরিত্রে দেখা যেত অভিনেতাকে। কিন্তু সেই ছবি না হওয়ায় মনে আঘাত পেয়েছিলেন তিনি। এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, " যখন জানতে পারলাম দোস্তানা ২ এই মুহূর্তে হচ্ছে না, খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি আশা ছাড়িনি, তাই কিল-এর সুযোগ এল আমার কাছে। এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে প্রায় ৮ মাস সময় লেগেছিল আমার। আমি ছোট থেকে কুস্তির প্রশিক্ষণ নিয়েছিলাম। তাই এই ছবির জন্য খুব অসুবিধা হয়নি নিজেকে তৈরি করতে।"

লক্ষ্য-এর কথায়, তিনি কখনও নিজের মনের জোড় হারান না। তাঁর বিশ্বাস, কাজ করে যাওয়া উচিত একদিন ঠিক সাফল্য আসবেই। কারণ সাফল্য বা ব্যার্থতা কারোর হাতের মুঠোয় থাকে‌ না।
"মাত্র ১৮ বছর বয়সে মুম্বইয়ে এসেছিলাম। নিজের জায়গাটা তৈরি করতে খুব পরিশ্রম করতে হয়েছে। তাই আমি চেষ্টা করব ভবিষ্যতেও যেন দর্শকের ভালবাসা একইভাবে পাই।" বললেন লক্ষ্য।

প্রসঙ্গত, এই ছবির জন্য দর্শক মহল থেকে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।