আজকাল ওয়েবডেস্ক: জলের দাবিতে অনশনে বসেছিলেন ২১ জুন। জানিয়েছিলেন হরিয়ানা সরকার দিল্লিকে পর্যাপ্ত জল না দেওয়া পর্যন্ত চলবে অনশন। তবে হাসপাতালে ভর্তি হয়ে, চিকিৎসকদের পরামর্শে বদলালেন সিদ্ধান্ত। সোমবার মধ্যরাতে রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দিল্লির মন্ত্রী অতিশী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় দিল্লির লোকনায়ক হাসপাতালে। হাসপাতালে গিয়ে অনশন ভাঙলেন তিনি। আপ নেতা সঞ্জয় সিং মঙ্গলবার সেকথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে। আপ সাংসদ জানান, দিল্লির জলমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে জলের দাবিতে লড়াই থেকে সরে যাননি। হরিয়ানা থেকে ন্যায্য জলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হবে বলেও জানিয়েছেন সঞ্জয় সিং। আপ এর অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা তীব্র জল সংকটে থাকা দিল্লিকে পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করছে না। 
২১ জুন থেকে অনেশনে বসেছেন অতিশী। সোমবার সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানানো হলে, রাজি হননি আপ মন্ত্রী। মধ্যরাতে রক্তের শর্করা মাত্রা নেমে যায় ৩৬ এ। ধরা পড়েছে কিটোনের উপস্থিতি। তন্দ্রাচ্ছন্ন অতিশীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউতে ভর্তি করার পর তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক সুরেশ কুমার।