আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যে রমনি ডেসরনভিল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি তাঁর দুই সন্তানকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর মার্কিন গণমাধ্যমের।
গনমাধ্যগুলির প্রতিবেদনে বলা হয়, কানেকটিকাটের ওয়েস্ট হ্যাভেন সৈকতে সন্তানদের ডুবিয়ে হত্যার চেষ্টা করছিলেন রমনি। শিশুদের উদ্ধার করার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ওয়েস্ট হ্যাভেন সৈকতে দুটি শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা করছিলেন তাঁদের বাবা। রাত আড়াইটার দিকে টহলরত এক পুলিশ সদস্য এ ঘটনাটি দেখতে পান।
তিনি প্রথমে সৈকতের পাশে একটি গাড়ি দেখতে পান। সেটি পর্যবেক্ষণের সময় সৈকত থেকে ভেসে আসা মানুষের গলার স্বর শুনতে পান। তিনি রমনি ডেসরনভিলকে দেখতে পান, এ সময় তাঁর সঙ্গে দুটি শিশুকেও দেখা যায়।
পুলিশের ওই সদস্য সৈকতে রমনি ও শিশুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাচ্চাদের দূরে সরিয়ে নেন রমনি। ফিরে আসতে বললে রমনি আরও দূরে সরতে শুরু করেন।
কানেকটিকাটের ওই পুলিশ সদস্য পরে বলেন, 'আমি যতবার তাঁকে (রমনি) বলছিলাম ফিরে আসুন, তিনি দূরে সরে যাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম তিনি নিজের সন্তানদের সাগরে ডুবিয়ে দিচ্ছিলেন।'
তদন্তকারীরা বলেছেন, এক পর্যায়ে ভুক্তভোগী শিশুদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। হাসপাতালে নেওয়ার আগে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাদের আইসিউতে ভর্তি নেয় কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া দুই শিশুরই বয়স তিন বছরের কম।
ওয়েস্ট হ্যাভেনের মেয়র ডোরিন্ডা বোরর সাংবাদিকদের বলেছেন, ভুক্তভোগীদের অবস্থায় গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে তারা।
রমনি ডেসরনভিল নিউ ইয়র্কের বাসিন্দা। কানেকটিকাটে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। রমনির বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
গনমাধ্যগুলির প্রতিবেদনে বলা হয়, কানেকটিকাটের ওয়েস্ট হ্যাভেন সৈকতে সন্তানদের ডুবিয়ে হত্যার চেষ্টা করছিলেন রমনি। শিশুদের উদ্ধার করার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ওয়েস্ট হ্যাভেন সৈকতে দুটি শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা করছিলেন তাঁদের বাবা। রাত আড়াইটার দিকে টহলরত এক পুলিশ সদস্য এ ঘটনাটি দেখতে পান।
তিনি প্রথমে সৈকতের পাশে একটি গাড়ি দেখতে পান। সেটি পর্যবেক্ষণের সময় সৈকত থেকে ভেসে আসা মানুষের গলার স্বর শুনতে পান। তিনি রমনি ডেসরনভিলকে দেখতে পান, এ সময় তাঁর সঙ্গে দুটি শিশুকেও দেখা যায়।
পুলিশের ওই সদস্য সৈকতে রমনি ও শিশুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাচ্চাদের দূরে সরিয়ে নেন রমনি। ফিরে আসতে বললে রমনি আরও দূরে সরতে শুরু করেন।
কানেকটিকাটের ওই পুলিশ সদস্য পরে বলেন, 'আমি যতবার তাঁকে (রমনি) বলছিলাম ফিরে আসুন, তিনি দূরে সরে যাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম তিনি নিজের সন্তানদের সাগরে ডুবিয়ে দিচ্ছিলেন।'
তদন্তকারীরা বলেছেন, এক পর্যায়ে ভুক্তভোগী শিশুদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। হাসপাতালে নেওয়ার আগে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাদের আইসিউতে ভর্তি নেয় কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া দুই শিশুরই বয়স তিন বছরের কম।
ওয়েস্ট হ্যাভেনের মেয়র ডোরিন্ডা বোরর সাংবাদিকদের বলেছেন, ভুক্তভোগীদের অবস্থায় গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে তারা।
রমনি ডেসরনভিল নিউ ইয়র্কের বাসিন্দা। কানেকটিকাটে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। রমনির বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
