আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহে তৃতীয় বার। এমনকি ২৪ ঘন্টায় দ্বিতীয়। ফের ভেঙে পড়ল সেতু। বিহারের আমওয়া ব্লককে অন্যান্য এলাকার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই ১৬ মিটার দীর্ঘ ওই সেতু তৈরি হচ্ছিল। কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় দেড় কোটি টাকা। তবে কাজ সম্পূর্ন হওয়ার আগেই বিপর্যয়। রবিবার পূর্ব চম্পরণের মতিহারীতে ভেঙে পড়ল সেতু। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে এই বিপর্যয়? আরডাব্লিউডি-এর অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিং সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'সঠিক কারণ জানা যায়নি এখনও। তবে এটি গুরুতর বিষয়। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ' জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে খবর পেয়েই। 
শনিবার, অর্থাৎ ২২ জুন বিহারের সিওয়ানে সেতু বিপর্যয় ঘটেছিল। গণ্ডক ক্যানেলের উপর তৈরি হওয়া, পাতেদি বাজার এবং রামগড়ের অন্যতম সংযোগ সেতু ভেঙে পড়ে আচমকাই। সেতু ভেঙে পড়ার শব্দ আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গিয়েছে,প্রায় ৪০ বছর আগে তৈরি হয়েছিল সেটি। শনিবার ভেঙে পড়ে। ঠিক তার পরের দিন, রবিবার আরও একটি সেতু ভেঙে পড়ল বিহারে।