আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের দাসারি গোপীকৃষ্ণ, মার্কিন মুলুকে মুদির দোকানে গুলিতে প্রাণ গেল তাঁর। জানা গিয়েছে বয়স ৩২। ৮ মাস আগেই আমেরিকা গিয়েছিলেন তিনি। ২১ জুন আরকানসাসের ছোট শহর ফোরডিসের ম্যাড বুচার নামের মুদির দোকানে গুলি চলে। গুলিতে ৪ জনর মৃত্যু হয়েছে। ওই চার জনের মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের দাসারি। তিনি সেখানেই কর্মরত ছিলেন। বিলিং কাউন্টারে ছিলেন তিনি। গুলিতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে শেষরক্ষা হয়নি। পরের দিন মৃত্যু হয় তাঁর। অন্ধ্রের ইয়াজলিতে দাসারির মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। পরিবারের তাঁর স্ত্রী এবং এক পুত্র রয়েছেন। উল্লেখ্য, স্থানীয় সিসিটিভি ফুটেজ থেকে এক দুষ্কৃতীর আচমকা দোকানের কাউন্টার লক্ষ্য করে গুলি চালাতে দেখা গিয়েছে।
