আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে যেখানে জলের হাহাকার, সেখানেই বিজেপির বিক্ষোভে চলল জলকামান। দিল্লি জল বোর্ড অফিসের সামনে শনিবার বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। তাঁদের সেখান থেকে সরাতে পুলিশ জলকামান ব্যবহার করল। বিজেপির দাবি, হরিয়ানা দিল্লিকে পর্যাপ্ত জল দিচ্ছে। আপের এই অভিযোগ ভিত্তিহীন। সুপ্রিম কোর্টও বিষয়টি মেনে নিয়েছে। বিগত ১০ বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। তাঁদের হাতেই গুরুত্বপূর্ণ বিভাগগুলি রয়েছে। এখন তাঁরা নিজেদের বিরুদ্ধেই নিজেরা প্রতিবাদ জানাচ্ছে। বিজেপির পক্ষ থেকে আরও বলা হয়, জলের ট্যাঙ্কার মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে নাটক করছে আপ নেতারা। ট্যাঙ্কার মাফিয়াদের কাছ থেকে কমিশন নিয়েছে আপ। তাই তাঁরা বিষয়টিকে আড়াল করতে চাইছে। আপের নেত্রী অনশন করে যে নাটক মঞ্চস্থ করতে চাইছে তাকে সফল হতে দেবে না গেরুয়া শিবির, দাবি বিজেপির।