আজকাল ওয়েবডেস্ক: মাত্র সাড়ে ১৫ বছর বয়সি ভাগ্নিকে বিয়ে করায় ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। থানায় ২৩ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে খোদ নির্যাতিতাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। নির্যাতিতা কিশোরী থানায় জানিয়েছে, ২০২২ সালে মামার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয় তার বাবা। সেই সময় তার বয়স ছিল মাত্র সাড়ে ১৫ বছর। বিয়ের পর থেকে লাগাতার ধর্ষণ করত মামা। বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা। নির্যাতিতার অভিযোগ পেয়েই মামার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
এই ঘটনায় নির্যাতিতার বাবা এবং মূল অভিযুক্তের ভাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। কী কারণে মামার সঙ্গে কন্যাসন্তানের বিয়ে দিল বাবা, তাও খতিয়ে দেখছে পুলিশ।