আজকাল ওয়েবডেস্ক: পুরসভার জমি দখলের অভিযোগের ঘটনায় এবার গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার তাঁর হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। পাঠানকে তাঁদের জমি দখলের অভিযোগে নোটিস পাঠিয়েছিল গুজরাটের বরোদা পুরসভা। সেই নোটিসের বিরুদ্ধেই হাই কোর্টে গিয়েছেন পাঠান। বরোদা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই দেখা হচ্ছে আদালত কী সিদ্ধান্ত নেয়।
চলতি বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পাঠানকে প্রার্থী করে চমক দেয় তৃণমূল। গুজরাট থেকে তাঁকে বাংলায় নিয়ে এসে বহরমপুরে ভোটের টিকিট দিয়েছিল তৃণমূল। এরপরই কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ৫২ হাজারের বেশি ভোটে তিনি হারিয়ে দেন। তবে ফলপ্রকাশের পরেই গুজরাটের পুরসভা থেকে নোটিস পাঠানো হয় পাঠানের কাছে। এবার তিনি দ্বারস্থ হয়েছেন হাই কোর্টের।
চলতি বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পাঠানকে প্রার্থী করে চমক দেয় তৃণমূল। গুজরাট থেকে তাঁকে বাংলায় নিয়ে এসে বহরমপুরে ভোটের টিকিট দিয়েছিল তৃণমূল। এরপরই কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ৫২ হাজারের বেশি ভোটে তিনি হারিয়ে দেন। তবে ফলপ্রকাশের পরেই গুজরাটের পুরসভা থেকে নোটিস পাঠানো হয় পাঠানের কাছে। এবার তিনি দ্বারস্থ হয়েছেন হাই কোর্টের।
