আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে চলছে তীব্র তাপপ্রবাহ, সঙ্গে দোসর হয়েছে পানীয় জলের আকাল। দক্ষিণ দিল্লির ভোগালে এবার অনশন শুরু করলেন আপের মন্ত্রী অতীশি। বিজেপি শাসিক হরিয়ানা সরকার দিনে ১০০ মিলিয়ন গ্যালন জল দিচ্ছে না। এই অভিযোগ তুলে এই অনশনে বসলেন আপের এই মন্ত্রী। অতীশির সঙ্গে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল, দলের নেতা সঞ্জয় সিং এবং আপের অন্য বিধায়করাও রয়েছেন। শুক্রবার অনশন শুরু করার আগে আপ নেতৃত্ব রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। অতীশি এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ত হলে সত্যাগ্রহকেই বেছে নিতে হবে। সেই কাজই আমরা শুরু করলাম। প্রসঙ্গত, বুধবার অতীশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন। সেখানেই তিনি দিল্লির জলের বিষয়টি তুলে ধরেছিলেন। দাবিমত জল না মেলায় তাই এবার অনশনের পথ বেছে নিলেন অতীশি।