আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতির ছোঁয়া লাগতেই নেট পরীক্ষা বাতিল করেছে ইউজিসি। তারপরেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, দুর্নীতির বিরুদ্ধে কোনোরকম আপস করবে না কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। জানা গিয়েছে, ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নেট দিয়েছিলেন এই বছর। পরীক্ষা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রক। দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
শিক্ষা মন্ত্রকের সাফ বার্তা, কোনো রকম দুর্নীতি আপস করে চলবে না কেন্দ্র। জানানো হয়েছে, অনলাইনে ইউজিসি কিছু ইনপুট পেয়েছিল। প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য মিলতেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির সদস্যদেরও তলব করেছে শিক্ষা মন্ত্রক। জানানো হয়েছে, পড়ুয়াদের কথা ভেবে খুব শীঘ্রই আগামী নেটের দিন ঘোষণা করা হবে। তবে, নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ পড়ুয়াদের। দিল্লি, লখনউ জুড়ে বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে সরব হয়েছে কংগ্রেসও।
শিক্ষা মন্ত্রকের সাফ বার্তা, কোনো রকম দুর্নীতি আপস করে চলবে না কেন্দ্র। জানানো হয়েছে, অনলাইনে ইউজিসি কিছু ইনপুট পেয়েছিল। প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য মিলতেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির সদস্যদেরও তলব করেছে শিক্ষা মন্ত্রক। জানানো হয়েছে, পড়ুয়াদের কথা ভেবে খুব শীঘ্রই আগামী নেটের দিন ঘোষণা করা হবে। তবে, নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ পড়ুয়াদের। দিল্লি, লখনউ জুড়ে বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে সরব হয়েছে কংগ্রেসও।
