আজকাল ওয়েবডেস্ক:‌ তামিলনাড়ুতে বিষ মদের বলি অন্তত ৩৭ জন। অন্তত ৫৫ জন অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায়। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অসুস্থদের মধ্যে ১৮ জনকে পুদুচেরিতে ও ছয় জনকে সালেমের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও অসুস্থদের মধ্যে বেশিরভাগই করুণাপুরম এলাকার বাসিন্দা। 
কাল্লাকুরিচির জেলাশাসক অসুস্থদের দেখতে হাসপাতালে যান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গোটা ঘটনায় হতবাক। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‌গোটা ঘটনায় হতবাক। বিষ মদ কাণ্ডে যারা জড়িত, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির দায়ে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌জনসাধারণকে এই বিষয়ে সজাগ হতে হবে। এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সমাজকে বিপথে চালিত করে এমন মানুষকে কড়া শাস্তি দেওয়া হবে।’‌ ইতিমধ্যেই পুলিশ বিষ মদ কাণ্ডে এক জনকে গ্রেপ্তার ও দু’‌জনকে আটক করেছে। 
তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি এতগুলো মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।