মহারাষ্ট্রে মদ বিক্রি হঠাৎ কমে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১৫.১ কোটি লিটার হয়েছে, যা গত বছরের ৩২.১৯ কোটি লিটার থেকে অনেক কম। এই আকস্মিক পতনে রাজ্য সরকার চিন্তিত।
2
5
২০২৪–২৫ অর্থবছরে মোট মদ বিক্রি ছিল ৩০ কোটি লিটার, যা ২০২৩–২৪ সালে ২৭.৭২ কোটি লিটার এবং ২০২২–২৩ সালে ২২.৫২ কোটি লিটার ছিল। বর্তমান বছরের পরিসংখ্যান অতীতের বৃদ্ধির ধারার বিপরীত।
3
5
মজার বিষয় হল, মহামারী বছরগুলিতে বিক্রি বেড়েছিল, যেমন ২০১৮–১৯ সালে ২০.৭৭ কোটি লিটার এবং ২০১৯–২০ সালে ২১ কোটি লিটার। অ-মহামারী বছর ২০১৭–১৮-এ বিক্রি ছিল অনেক কম, ১৭.৯৩ কোটি লিটার।
4
5
মদের মূল্যবৃদ্ধি দেশি মদের চাহিদাকে প্রভাবিত করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি ২১.০৯ কোটি লিটার হয়েছে, যা গত বছরের একই সময়ে ৪০.৩৫ কোটি লিটার ছিল।
5
5
মদ বিক্রির হঠাৎ পতনের কারণে রাজ্যের আবগারি আয় বড় হারে কমে ১২,৩৩২ কোটি টাকা হয়েছে। এর আগের বছরে একই সময় আয় ছিল ২৫,৪৬৭ কোটি টাকা।