আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশের কক্সবাজার। টানা প্রবল বৃষ্টিপাতের কারণে আজ ভোরে পাহাড়ে নামে ধস। এর জেরে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ হারিয়েছেন ৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান। আহত হয়েছেন অনেকেই। মৃতদের মধ্যে সাত জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশি। ধসে চাপা পড়ে ৪ বছরের এক শিশু ও ১২ বছরের এক পড়ুয়াও প্রাণ হারিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির কারণে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। এখনও চলছে উদ্ধারকাজ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির কারণে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। এখনও চলছে উদ্ধারকাজ।
