আজকাল ওয়েবডেস্ক: একদিকে যখন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরছে রাজ্যের নানা জায়গায় তখনই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের পাড়ুই। ঘটনাস্থল বিষ্ণুখণ্ড গ্রাম। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে রাজ্যের শাসক দলের গোষ্ঠীকোন্দলের ফলেই তৈরি হয়েছে উত্তেজনা। ভোটের সময় এক গোষ্ঠী কাজ করেছে দলবিরোধী, ভোট মিটতেই সেই অভিযোগ তুলে এনেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা-বিবাদ। দুই গোষ্ঠীর মধে কাদের হাতে থাকবে গ্রামের দখল, তা নিয়েও চলে বচসা। মঙ্গলবারের এই বিবাদ গড়ায় হাতাহাতি এবং বোমাবাজি পর্যন্ত। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আতঙ্ক গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনি। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগের পর রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। একাধিক জায়গা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন সদস্যরা।