আজকাল ওয়েবডেস্ক : জেডিএস সাংসদ প্রজ্জল রেভান্নর অস্বস্তি বাড়ল। মঙ্গলবার বেঙ্গালুরু কোর্ট ফের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ বাড়াল রেভান্নর। শ্লীলতাহানি কাণ্ডে নাম জড়িয়েছে এই নেতার। ৩৩ বছরের রেভান্নকে কর্নাটক পুলিশ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ৩১ মে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই গত ২৭ এপ্রিল জার্মানিতে পালিয়ে যায় রেভান্ন। এরপর ব্লু কর্ণার নোটিশ জারি করা হয় রেভান্নর বিরুদ্ধে। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। হাসান থেকে লোকসভা ভোটে হারেন রেভান্ন। তাঁর দল জেডিএস তাঁকে সাসপেন্ডও করে। এদিনও আদালতে জামিনের আবেদন করেন রেভান্ন। তবে আদালত তার মঞ্জুর না করে ফের ১৪ দিন তাঁকে জেল হেফাজতে পাঠাল।
