আজকাল ওয়েবডেস্ক: দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানে বোমাতঙ্ক। ইমেলের মাধ্যমে পাঠানো হয় এই হুমকি। এরপর বিমান থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে চলল তল্লাশি অভিযান। তবে কিছুই পাওয়া যায়নি বলেই খবর মিলেছে। তবে কোথা থেকে এই ধরণের একটি হুমকি ইমেল পাঠানো হয়েছে তা খুঁজে দেখছে প্রশাসন। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইমেলটি কোথা থেকে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মাসেই এই ধরণের আরও একটি হুমকি মিলেছিল। পরে পুলিশ জানতে পারে উত্তর প্রদেশের মীরটের ১৩ বছরের একটি ছেলে এই কাজ করেছে। নিছক মজা করার জন্যেই সে এই কাজ করেছে বলেই জানিয়েছিল। তবে সেবারেও তল্লাশি অভিযান করে কালঘাম ছোটে পুলিশের।