আজকাল ওয়েবডেস্ক: শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একাধিক হাউসবোট। জানা গেছে, শনিবার ভোরে ডাল লেকে দাঁড়িয়ে থাকা একটি হাউস বোটে আগুন লাগে। যা ছড়িয়ে পড়ে অন্যান্য হাউসবোটে। অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের খবর নেই।
দমকল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ডাল লেকের নয় নম্বর গেটের কাছে থাকা একটি হাউসবোটে আগুন লাগে। আগুনে পাঁচটি হাউসবোট পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি। তিনটি ঘরও পুড়ে গিয়েছে বলে জানা গেছে। কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দমকল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ডাল লেকের নয় নম্বর গেটের কাছে থাকা একটি হাউসবোটে আগুন লাগে। আগুনে পাঁচটি হাউসবোট পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি। তিনটি ঘরও পুড়ে গিয়েছে বলে জানা গেছে। কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
