সংবাদসংস্থা মুম্বই: বলিউডের 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত এমন একজন অভিনেত্রী যিনি অনুরাগীদের মনে সবসময় তাঁকে ঘিরে কৌতূহলের সৃষ্টি করেছেন। মাধুরীর সৌন্দর্যে আজও মোহিত হন তাঁর ভক্তরা। নেট দুনিয়ায় মাঝেমধ্যেই মাধুরীর কর্মকাণ্ডের ঝলক ফুটে ওঠে। বলিউডের নামজাদা অভিনেত্রী হয়েও তিনি বিয়ে করেছেন বলিউডের বাইরের এক ব্যক্তিত্বকে। ডঃ শ্রীরাম নেনে-এর সঙ্গে ১৯৯৯ সালে সাতপাকে বাঁধা পড়েন তিনি। দু'জনের সম্পর্কের সমীকরণ নিয়ে এর আগে কখনও কথা ওঠেনি। তবে এবার তা শিরোনামে উঠে এল। নেপথ্যে মাধুরীর স্বামী স্বয়ং শ্রীরাম নেনে।

মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর আর মাধুরীর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, "শুরুতে মাধুরী যে একজন এত বড় মাপের অভিনেত্রী তা আমি জানতাম না। ওঁর সঙ্গে যখন আলাপ হয় তখন বুঝলাম একজন মানুষ কতটা স্বচ্ছ মনের হলে এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও কোনও অহংকার বোধ থাকেনা।"

নেনে আরও বলেন, "আমি বা মাধুরী কেউ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলি না। আমরা দু'জন দু'জনের খুব ভাল বন্ধু হয়েই এত বছর সংসার করেছি। একটা সম্পর্কে দু'জনের মধ্যে স্বাধীনতা থাকাটা খুব দরকার বলে আমি মনে করি। একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের দু'জনের এই গুণটা আমাদের দুই ছেলের মধ্যেও রয়েছে।"

মাধুরী ও তাঁর সম্পর্ক নিয়ে এই প্রথমবার কথা বললেন শ্রীরাম নেনে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের অনুপ্রাণিত করেছে।