এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। দেবকে এসআইআর শুনানিতে নির্বাচন কমিশনের তলব করার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল হইচই। তিনি তো শুধুই টলিপাড়ার দাপুটে অভিনেতা-প্রযোজক নন, পাশাপাশি শাসকদলের সাংসদ-ও। তবে শুধু একা দেব নয়, শুনানিতে ডাক পড়েছে তাঁর মা-বাবা, বোনেরও! বুধবার যাদবপুর অঞ্চলে কাটজুনগর বিদ্যাপীঠে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা-সাংসদ। প্রসঙ্গত, সাউথ সিটি আবাসনে পরিবার সহ থাকেন দেব।  

 


শুনানিপর্ব শেষে বেরিয়ে এসে সেই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন দেব। নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন অক্ষর পাশাপাশি রাখলেন একটি অনুরোধও। দেবের কথায়, “এমুনেশন ফর্ম পূরণে গোলযোগ থাকায় আমাকে ডাকা হয়েছিল... তবে ঠিকঠাকভাবেই ফর্ম পূরণ করেছি, জানি না কী সমস্যা হচ্ছে। দেখুন, আমি না-ই আসতে পারতাম, বদলে একটা চিঠি পাঠিয়ে দিতাম। কিন্তু আমি আইন মেনে চলি সবসময়। যা, যা যেভাবে করতে বলা হয়েছে করেছি।আমি সবসময় আইন মেনে চলব।”

 

এরপরই দেবের প্রশ্ন, “২০১১ থেকে ভোট দিয়েছি, সেটা কি তাহলে অবৈধ? আর একটা কথা, এসআইআর শুনানি তো ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে সেটা বাংলায় বিধানসভার ভোটের ভোটের মুখে কেন শুরু হল? কেন এক বছর আগে থেকেই শুরু করা হল না শুনানি পর্ব? এরপর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হাত জোড় করে তাঁর অনুরোধ, বয়স্কদের কেন হয়রানি করা হচ্ছে?  তাঁদের নিয়ে একটু ভাবুন দয়া করে....সিনিয়র সিটিজেনকে নিয়ে ভাবুন। আমি সাধারণ মানুষকে নিয়ে ভাবছি।”

 

 

বক্তব্য শেষে তাঁকে ঘিরে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেব-ভক্তদের উল্লাস। আকাশ ফাটানো “দেব’দা, দেব’দা” চিৎকারে কান পাতা দায়। তাঁদের নিরাশ করলেন না দেব, হাসিমুখে, হাত নাড়িয়ে, ভরসা দিয়ে গাড়িতে উঠে গেলেন এই জনপ্রিয় অভিনেতা-সাংসদ।