আজকাল ওয়েবডেস্ক: আজ, শনিবার পবিত্র হজ। ভারত সহ সারা বিশ্বের কুড়ি লক্ষের বেশি মানুষ শনিবার সৌদি আরবে হজ যাত্রায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী হজযাত্রার সূচনায় শুক্রবারই তীর্থযাত্রীরা মিনায় সমবেত হন। এদিন ভোরের প্রার্থনার পর মূল প্রার্থনার জন্য তাঁরা আরাফাতে ময়দানের দিকে রওনা হয়েছেন। নিমরা মসজিদে তীর্থযাত্রীরা খুতবা এ হজ শুনবেন। মুজদেলিফার উদ্দেশে রওনা হওয়ার আগে দুপুর আর বিকেলে প্রার্থনায় অংশ নেবেন তাঁরা। রবিবার মিনায় ফিরে পাথর ছোঁড়ার পবিত্র ধর্মাচরণে অংশ নেবেন হজ যাত্রীরা। প্রসঙ্গত, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।
