আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রেনে লেগেছে আগুন। এই খবর রটতেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন একাধিক যাত্রী। কিন্তু ফল হল উল্টো। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়লেন তিন যাত্রী। আহত হয়েছেন অন্তত চার জন যাত্রী। জানা গেছে মৃতদের মধ্যে দু’‌জন যুবক ও এক জন মহিলা রয়েছেন। তবে পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, শুক্রবার রাত ৮টা নাগাদ সাসারাম–রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস গন্তব্যের দিকে যাচ্ছিল। আচমকা গুজব রটে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মুহূর্তে ট্রেনে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে কয়েক জন যাত্রী চলন্ত ট্রেন থেকে বাইরে ঝাঁপ দেন। ওই সময়ে উল্টো দিক থেকে একটি মালগাড়ি আসছিল। এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম বেশ কয়েক জন। ঝাড়খণ্ডের কুমান্দি স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কীভাবে এবং কোথা থেকে ট্রেনে আগুন লাগার গুজব রটল, তার তদন্ত শুরু হয়েছে।