সংবাদসংস্থা মুম্বই: ২০২০ সালের ১৪ জুন মর্মান্তিক ভাবে শিরোনামে উঠে আসেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে পড়ে থাকা তাঁর নিথর দেহের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না অন্যকোনও রহস্য লুকিয়ে রয়েছে সুশান্তের মৃত্যুর পিছনে তার এখনও প্রকাশ হয়নি।
অভিনেতার চতুর্থ মৃত্যুবার্ষিকীকে তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে সিং। স্বামী ভিকি জৈন-এর সঙ্গে সুখে সংসার করলেও অঙ্কিতার মনের গভীরে আজও রয়েছে প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের স্মৃতি। সেই ছবিই এবার ধরা পড়ল অঙ্কিতার পোস্টে। সুশান্ত এবং তাঁর প্রিয় পোষ্যের ছবি এদিন সোস্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অঙ্কিতা।
প্রসঙ্গত, সুশান্তের চতুর্থ মৃত্যুবার্ষিকীকে সরব তাঁর দিদি শ্বেতা। প্রয়াত অভিনেতার সকল অনুরাগীর উদ্দেশ্যে শ্বেতা এদিন অনুরোধ জানান, "সুশান্তের মৃত্যু মামলায় যাঁরা সাহায্য করতে পারেন তাঁদের প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমার ভাই সুশান্তের কী হয়েছিল তা জানার অধিকার কি আমাদের নেই? এটা কেন রাজনৈতিক বিষয়ে পরিণত হল? সেদিন ওঁর ফ্ল্যাট কী পাওয়া গিয়েছিল এবং সেখানে কী ঘটেছিল তা কেন জানানো হল না? অনুগ্রহ করে আমাদের পরিবারকে এই মামলা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমাদের পাশে থাকুন। সত্যিটা জানতে আমাদের সাহায্য করুন।"
