আজকাল ওয়েবডেস্ক: ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ ভ্রমণ। আজ ইতালির উদ্দেশে রওনা দেবেন। ৫০তম জি-৭ সম্মেলনে যোগ দিতেই সেখানে যাচ্ছেন তিনি। এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর।
ইতালিতে জি-৭ বৈঠক ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। আগামিকাল, শুক্রবার বৈঠকে যোগ দেবেন মোদি। সেই বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ হবে তাঁর।
সূত্রের খবর, আগামী মাসের শুরুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান সফরেও যাবেন মোদি।