নিজস্ব সংবাদদাতা: রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলছে 'অযোগ্য'।‌ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটিকে ফের দেখার জন্য আগ্রহ তৈরি হয়েছিল দর্শকমনে। মুক্তি পাওয়ার পর দর্শকের প্রত্যাশা পূরণ করেছে 'অযোগ্য'। সমালোচক মহলেও প্রশংসা কুড়িয়েছে কৌশিকের এই ছবি। তবে এই ছবির কি সিক্যুয়েল আসবে? কারণ 'অযোগ্য'র শেষ দৃশ্য থেকেই স্পষ্ট এ ছবির গল্প গড়াতে পারে আরও অনেকটাই দূর। ছবির শেষেও তাই কাটেনি আলো-আঁধারি। 


এ প্রসঙ্গে আজকাল.ইন- এর পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে জোর গলায় তাঁর জবাব,"হ্যাঁ! হতেই পারে"। একই প্রসঙ্গ করা হয়েছিল ছবির লেখক তথা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও। কোনও ভণিতা না করে সরাসরি তিনি বলে ওঠেন, "এ ছবির সিক্যুয়েল হওয়ার প্রবল সম্ভাবনা। গল্পটাই তো শেষ হচ্ছে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনাকে জিইয়ে রেখে। যেন কোনও অধ্যায়ের একটি চ্যাপ্টার শেষ হল। পাতা উল্টোলেই নয়া চ্যাপ্টার।"
সামান্য থেমে তাঁর সংযোজন, "আরও একটি ব্যাপার আছে। আসলে নিয়মিত ওয়েব সিরিজ দেখার অভ্যেস তৈরি হওয়ার পর থেকে চট করে কোনও গল্পের শেষ দেখে ফেলতে খানিক অপছন্দ করছেন দর্শক। শেষের পরেও আরও কিছু খোঁজার জন্য চেষ্টা করেন দর্শক"।

তা ঠিক কবে 'অযোগ্য'র সিক্যুয়েল আসবে পর্দায়? পরিচালকের জবাব, "এটুকু বলতে পারি, খুব শিগগিরই নয়। তবে হ্যাঁ, মোটামুটি গল্প তো একটা ভাবা রয়েছে। এবার দর্শক যেমন চাইবে, 'অযোগ্য'-র সিক্যুয়েলের কাজও সেই গতিতে এগোবে।"