আজকাল ওয়েবডেস্ক: নতুন সরকার গঠন করেছে এনডিএ। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। আর এবার স্পিকার বেছে নেওয়ার পালা। সংসদের বিশেষ অধিবেশন হবে ২৪ জুন থেকে শুরু করে ৩ জুলাই পর্যন্ত। সেখানেই বেছে নেওয়া হবে আগামী ৫ বছরের জন্য কে স্পিকারের দায়িত্ব সামলাবেন। ৮ দিনের জন্য হবে সংসদের এই বিশেষ অধিবেশন। জানা গিয়েছে ২৬ জুন স্পিকার বেছে নেওয়া হবে। তার আগে ২৪ এবং ২৫ জুন সাংসদরা শপথ নেবেন। এই বিশেষ অধিবেশনে বিজেপির প্রধান টার্গেট হল এনডিএ-র স্পিকারকে মনোনীত করা। তবে বলে রাখা ভাল, টিডিপি এবং জেডিইউ এই দুই দল স্পিকার পদটি তাঁদের নজরে রেখেছে। চলতি বছরের লোকসভা ভোটে বিজেপি ২৪০ টি আসন জিতেছে। ম্যাজিক ফিগার না থাকার জন্য অন্য শরিকদের সমর্থন নিয়েছে বিজেপি। এনডিএ সরকার গঠন করেছে। তাই এবার স্পিকার পদে কে থাকবে সেটাই এখন দেখার। শরিকদের চাপে কতটা মাথা নোয়াবে বিজেপি লাখ টাকার প্রশ্ন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, টিডিপির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের কন্যা দাগ্গুবতী পুরন্দেশ্বরী লোকসভার স্পিকার পদের দৌড়ে রয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি। ২০০৯ সালে মানব সম্পদ উন্নয়ন এবং ২০১২ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন পুরন্দেশ্বরী। তিনবারের সাংসদ কিঞ্জারাপ্পু রামমোহন নাইডুর নাম রয়েছে স্পিকার পদের সম্ভাব্য তালিকায়। ২০১৪ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন তিনি। তাঁর বাবা কিঞ্জারাপ্পু ইয়ারান নাইডু কেন্দ্রের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভার গুরুত্বপূর্ণ এই পদের জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন জিএম হরিশ মাধুর। তাঁর বাবা বালাযোগী ছিলেন লোকসভার স্পিকার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও পরাজিত হন হরিশ মাধুর। যদিও এবার ৩.৪২ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
সূত্র মারফৎ জানা গিয়েছে, টিডিপির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের কন্যা দাগ্গুবতী পুরন্দেশ্বরী লোকসভার স্পিকার পদের দৌড়ে রয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি। ২০০৯ সালে মানব সম্পদ উন্নয়ন এবং ২০১২ সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন পুরন্দেশ্বরী। তিনবারের সাংসদ কিঞ্জারাপ্পু রামমোহন নাইডুর নাম রয়েছে স্পিকার পদের সম্ভাব্য তালিকায়। ২০১৪ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন তিনি। তাঁর বাবা কিঞ্জারাপ্পু ইয়ারান নাইডু কেন্দ্রের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভার গুরুত্বপূর্ণ এই পদের জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন জিএম হরিশ মাধুর। তাঁর বাবা বালাযোগী ছিলেন লোকসভার স্পিকার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও পরাজিত হন হরিশ মাধুর। যদিও এবার ৩.৪২ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
