আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার নুহ এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের ওই কিশোরীকে গত শুক্রবার রাতে জোর করে তুলে নিয়ে যায় তিন যুবক। পাশের একটি ক্ষেতে রাতভর নির্যাতন চালায় গ্রামেরই তিন যুবক। ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা সামনে এল হরিয়ানার নুহ এলাকায়। নিজের গ্রামেরই তিন যুবকের লালসার শিকার হতে হল ১৭ বছরের এক নাবালিকাকে। অভিযোগ, শুক্রবার রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি পাম্প হাউসে আটকে রেখে রাতভর গণধর্ষণ করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশের দুটি বিশেষ দল।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই অত্যাচার নতুন নয়। গত কয়েক মাস ধরেই ওই কিশোরীকে উত্যক্ত করছিল অভিযুক্তরা। কিশোরীর বাবার দাবি, অভিযুক্তরা তাকে একটি মোবাইল ফোন দিয়েছিল। শুধু তাই নয়, জোর করে তাতে যোগাযোগ রাখতে বাধ্য করত। আগে থেকে রেকর্ড করা কিছু ‘আপত্তিকর’ ভিডিও দেখিয়ে তাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে বলেও অভিযোগ কিশোরীর পরিবারের।
খবর অনুযায়ী, ঘটনার দিন রাতে তাকে ক্ষেতের পাশের একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল। শনিবার বেলা ১১টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তরা তাকে ছেড়ে দিলেও সে মুখ খুললে খুনের হুমকি এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় কিশোরীকে। দিনের পর দিন এমন চলতে থাকলে ওই কিশোরী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। সদর তাউরু থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
