প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ, স্বামী দেখে ফেলতেই মেরে গ্রাইউন্ডারে কুচি কুচি করলেন স্ত্রী, যোগী রাজ্যে হাড়হিম করা ঘটনা

স্বামীকে মেরে গ্রাইউন্ডারে কুচি কুচি করলেন স্ত্রী। প্রতীকী ছবি।

আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হয়েছিল বছরখানেক আগে। অথচ স্ত্রী পরকীয়া করছিলেন, অপর এক যুবকের সঙ্গে। তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। মাশুল গুনতে হল জীবন দিয়ে। যুবককে খুন করে, দেহ লোপাটের জন্য, কাঠ কাটার গ্রাইন্ডার মেশিন এনে, যুবকের দেহ টুকরো টুকরো করা হয়। যোগী রাজ্যের সম্বল, সেখানকার এই ঘটনা সামনে আসার পর, আঁতকে উঠছেন স্থানীয়রা।

সম্বলের হাড়হিমকরা ঘটনা সামনে এসেছে সোমবার। পুলিশ সুপার কে কে বিষ্ণোই জানিয়েছেন, অভিযুক্তদের নাম রুবি এবং গৌরব। দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে ২০ ডিসেম্বর। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, চাঁদৌসি এলাকার মহল্লা চুন্নির বাসিন্দা রুবি ১৮ নভেম্বর নিজেই অভিযোগ দায়ের করেছিলেন, খোঁজ মিলছে না তাঁর স্বামী রাহুলের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে ১৫ ডিসেম্বর পুলিশ ঈদগাহ এলাকার কাছে একটি ড্রেন থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির ধড়ের সঙ্গে মুণ্ডু ছিল না বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে, ময়নাতদন্ত করে দেহের। সংগ্রহ করা হয় ডিএনএ নমুনা। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির দেহে 'রাহুল' নাম খোদাই করা ছিল। থানায় নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা থেকে মিলে যায় নিখোঁজ রাহুলের নাম। 

তদন্তে নেমে পুলিশ রাহুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময়, রুবি সব স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। রুবি জেরার মুখে পড়ে জানিয়ে দেন, তাঁর অবৈধ সম্পর্কের কথা। জানান, রাহুল সেই সম্পর্কের বিষয়ে জেনে ফেলেছিল। তৎক্ষণাৎ রুবি এবং তাঁর  প্রেমিক মিলে সিদ্ধান্ত নেন, রাহুলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার। লোহার রড দিয়ে আক্রমণ করেন। এবং খুনের পর, দেহ লোপাটের উদ্দেশে কাঠ গ্রাইন্ড করার যন্ত্র যোগাড় করে, তা দিয়ে টুকরো টুকরো করা হয় দেহ। দেশের কিছু অংশ ড্রেনে এবং কিছু অংশ গঙ্গায় ফেলে দেন দু'জনে মিলে। 

 

দিনকয়েক আগেই, উত্তরপ্রদেশের অপর এক শিউরে ওঠা ঘটনা সামনে আসে। মুসলিম বউমাকে মেনে নেয়নি পরিবার। যা ঘিরে ছেলের সঙ্গে ঝামেলা শুরু বাবা-মায়ের। শেষমেশ বিবাহ বিচ্ছেদ হলেও ঝামেলা মেটেনি। অবশেষে রাগের মাথায় বাবা-মাকে নির্মমভাবে খুন করেন ছেলে। খুনের পর বাবা-মায়ের দেহ টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। পুলিশ জানিয়েছে, ষাটোর্ধ্ব বাবা-মাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁদের ছেলের বিরুদ্ধে। বাবা-মাকে পিটিয়ে খুন করার পর, করাত দিয়ে টুকরো টুকরো করেন দেহ। এরপর নদীতে ভাসিয়ে দেন দেহের টুকরোগুলি।