নিজস্ব সংবাদদাতা: প্রিমিয়ার না হলেও টলিউডের একাধিক তারকাদের জন্য স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সৌভিক কুন্ডু পরিচালিত জিৎ ও রুক্মিণী মৈত্র ও অভিনীত "বুমেরাং'-এর। এদিন হাজির ছিলেন 'অযোগ্য' জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা সহ একাধিক টলি তারকারা।

নিজের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সবার প্রথমেই স্ত্রী মোহনা ও মেয়ে নবন্যাকে নিয়ে হাজির হলেন সুপারস্টার জিৎ। বিশেষ এই দিনে রুক্মিণী মৈত্র জানালেন,"দর্শকের তো ভাল লাগছেই,বিশেষ করে বাচ্চারা খুব উপভোগ করছে এই ছবি। আমার মায়ের কাছে অনেকে ফোন করে বলছেন নিশার রিমোটটা কি তোমার কাছে আছে? দ্বৈত চরিত্রে অভিনয় আমার জন্য প্রথমবার। দ্বৈত চরিত্র মানেই আমার কাছে হেমা মালিনীর 'সিতা অউর গীতা'। সেখানে একজন মানুষ ও একজন রোবটের চরিত্রে যে দর্শক পছন্দ করছেন এতে আমি খুশি।"

দেব ছবি দেখে নিশা না ইশা কাকে বেশি পছন্দ করলেন? রুক্মিণীর হাসিমুখে উত্তর, "রুক্মিণীকে"। এদিন স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির হলেন 'অযোগ্য' জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের কথায়, "দুটো ছবিই দর্শক এতটা পছন্দ করছেন, টলিউডের জন্য এটা সত্যিই সুসময়"। প্রায় একসঙ্গে হাজির হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক অনেক দত্ত সহ আরও অনেকে এদিন এই ছবি দেখতে হাজির ছিলেন। 'বুমেরাং'-এর স্পেশ্যাল স্ক্রিনিং এদিন যেন হয়ে উঠলো টলিউডের তারকাদের জন্য গেট টুগেদার। সকলের সঙ্গে দেখা হওয়া, খানিক আড্ডা এবং তারপর সকলে মিলে ছবি দেখতে চললেন হলে।