আজকাল ওয়েবডেস্ক : নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিএ যে ফের সরকার গড়ছে তা একপ্রকার নিশ্চিত। শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে এনডিএকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজেপি দলকেও শুভেচ্ছা জানালাম। আগামীদিনে ভারতবাসীর আশা পূরণে যেন সমর্থ হন নরেন্দ্র মোদি। ভারতবাসী যে নেতৃত্বকে বেছে নিয়েছে তাকেই মান্যতা দেওয়া উচিত। এই নিয়ে তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন। ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।