আজকাল ওয়েবডেস্ক: কাল অর্থাৎ মঙ্গলবার ভোটগণনা। তার আগে ভিডিওবার্তা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভোটগণনার সময় পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে কিছু দুষ্কৃতী ও গ্যাংস্টার। সেদিকে কড়া নজর রাখতে হবে। যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিস রুমে জানান। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’ পাশাপাশি সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল।
