আজকাল ওয়েবডেস্ক: ২১ দিনের অন্তবর্তী জামিন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়েছিল, ১ জুন ভোট শেষে, ২ জুন জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার তিনি নিজেই জানালেন, ২জুন তিহাড় জেলে ফিরে যাবেন। এদিন কেজরিওয়াল বলেন, 'সুপ্রিম কোর্ট ২১ দিন সময় দিয়েছিল নির্বাচনী প্রচারের জন্য। পরশু তিহাড় জেলে ফিরে যাব আমি।' সঙ্গেই আপ সুপ্রিমো বলেন, 'জানি না, কতদিন ফের জেলে রাখবে ওরা।' সাফ জানিয়ে দেন, স্বৈরাচারীদের হাত থেকে দেশকে বাঁচাতে জেলে যাচ্ছেন, সেই কারণে গর্বিত তিনি। একই সঙ্গে কেজরির অভিযোগ, তাঁকে চুপ করানোর চেষ্টা হয়েছে। যদিও তাতে সফল হয়নি। একই সঙ্গে অভিযোগ, জেলে থাকার সময় তাঁকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ওষুধও। তবে জেলে ফিরে যাওয়ার আগে নিজের সম্পর্কে আরও একটি তথ্য দিয়েছেন কেজরিওয়াল, তাতে রীতিমত চিন্তায় তাঁর অনুগামীরা। সূত্রের খবর, কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর শরীরে একটি গুরুতর রোগের লক্ষণ দেখা দিয়েছে। তার জন্য স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন বলেও জানিয়েছেন। দিল্লির বাসিন্দাদের কাছে কেজরিওয়াল তাঁর অসুস্থ বাবা-মায়ের খেলায় রাখার আবেদন জানিয়েছেন।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায়, গ্রেপ্তার হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে হাজির থাকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। তারপরেই তাঁকে ২১ দিনের অন্তবর্তী জামিন দেয় দেশের শীর্ষ আদালত। যদিও এই মেয়াদ আরও এক সপ্তাহের বাড়ানোর আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনকি শুক্রবার তিনি নিয়মিত জামিনের আবেদনও করেছিলেন।