আজকাল ওয়েবডেস্ক : বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ছয়জন। অ্যাম্বুল্যান্সে করে দেহ পাচার হচ্ছিল। আটক করা হয়েছে অ্যাম্বুল্যান্সের চালককেও। বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, "পাচারের উদ্দেশ্যেই দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" জানা গিয়েছে, তিনটি দেহ এদিন পাচার করা হচ্ছিল। জানা যায়, বুধবার সকালে কলেজের অ্যানাটমি বিভাগের মৃতদেহ রাখার ঘর থেকে এই পাচার হচ্ছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা সেটি জানতে পেরে তক্কে তক্কে ছিলেন। তাঁদের তৎপরতার জন্যই শেষপর্যন্ত পাচারকারীরা সফল হয়নি। ঘটনায় কলেজের চার কর্মীকেও আটক করা হয়েছে। আটকের পর সকলকেই কলেজ কর্তৃপক্ষ স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেন।
