আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বেলডাঙার মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।
রবিবার সুজাপুর–তাতলাপাড়া গ্রামে আলাউদ্দিনের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, সম্প্রতি ঝাড়খণ্ডের পালামৌ জেলায় ফেরিওয়ালার কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় আলাউদ্দিন শেখের। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর গ্রামে পৌঁছতেই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বেলডাঙায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
শুক্রবার প্রায় সাত ঘণ্টা ধরে ১২ নম্বর জাতীয় সড়ক এবং শিয়ালদা–লালগোলা শাখার রেললাইন অবরোধ করা হয়। বিহারের বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগে শনিবারও ফের অবরোধ হয়।
শনিবার মুর্শিদাবাদে একটি রাজনৈতিক কর্মসূচিতে এসে অভিষেক ব্যানার্জি বেলডাঙার ঘটনার জন্য বিজেপি ও নাম না করে তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরকে দায়ী করেন।
একইসঙ্গে তিনি জানান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান দ্রুত মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করবেন। অভিষেকের নির্দেশের পরেই রবিবার তৃণমূলের তরফে আলাউদ্দিনের পরিবারের বাড়িতে যান ইউসুফ পাঠান।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানান, মৃত আলাউদ্দিনের তিন বছরের নাবালিকা কন্যার পড়াশোনার যাবতীয় দায়িত্ব দল গ্রহণ করবে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, ‘বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে যাতে হামলা না হয়, সে বিষয়ে অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলেছেন। আমার সংসদীয় এলাকার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও আমি চিঠি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘পরিযায়ী শ্রমিকরাও এই দেশের নাগরিক। পেটের তাগিদে তাঁরা ভিন রাজ্যে কাজ করতে যান এবং তাঁদের শ্রমে সেই রাজ্যের অর্থনীতিও উপকৃত হয়। এই ধরনের হামলা বন্ধ হওয়া জরুরি।’
বহরমপুরের সাংসদ আরও বলেন, ‘আমি এখানেই আছি, এখানেই থাকি এবং এলাকার উন্নয়ন নিয়ে কাজ করছি।’ মৃত আলাউদ্দিনের পরিবারকে সান্তনা দিয়ে তিনি বলেন, ‘যেকোনও প্রয়োজনে আমাদের দলের কর্মী এবং বিধায়ককে আপনারা যোগাযোগ করবেন। আমি যতটা সম্ভব সাহায্য করব।’
বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের দল সবসময় মৃত আলাউদ্দিনের পরিবারের পাশে রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই আর্থিক সাহায্য ও একজনের চাকরির কথা ঘোষণা করেছে।’
তিনি জানান, ‘অভিষেক ব্যানার্জির তরফ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। এর পাশাপাশি আমি নিজে মৃত আলাউদ্দিনের নাবালিকা কন্যার নামে এক লক্ষ টাকা ‘ফিক্সড ডিপোজিট’ করে দিচ্ছি। ওই নাবালিকার উচ্চশিক্ষার যাবতীয় দায়ভার আমি গ্রহণ করছি।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে তীব্র আক্রমণ করে বিধায়ক বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মারা গেলে তিনি প্রতিবাদ করেন, অথচ এই দেশের সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে খুন হলে নীরব থাকেন।’
