নিজস্ব সংবাদদাতা: একদিকে জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে 'কে প্রথম কাছে এসেছি', অন্যদিকে স্টার জলসায় মুক্তি পেয়েছে নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ'র প্রোমো। এই দুই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা মজুমদার।

জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখা যাচ্ছে একা এক মা'য়ের জার্নি, অন্যদিকে স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে দর্শকরা দেখতে পাবেন একজন ডিভোর্সি মহিলার জার্নি। এক ধারাবাহিকে ছেলের পরিবারের সদস্য ও অন্য ধারাবাহিকে মেয়ের পরিবারের সদস্য মল্লিকা মজুমদার। এই মুহূর্তে দুই ধারাবাহিক নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে 'কে প্রথম কাছে এসেছি' যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সায়ন বোস এবং মোহনা মাইতি। সায়ন অর্থাৎ 'ঋকের', 'মণি মা', 'কমলিনী'র চরিত্রে অভিনয় করছেন মল্লিকা, গল্পে 'ঋক' অনাথ, তবে এই 'মণি মা' সম্ভবত 'ঋক'-এর জীবনে খুব কাছের একজন মানুষ, মায়ের মতই। অন্যদিকে স্টার জলসায় 'শুভ বিবাহ' ধারাবাহিকে সোনামনি সাহার মায়ের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা, ডিভোর্সি মেয়ের বিধবা মা। স্বাভাবিকভাবেই নানান ঝড় আসে তাদের জীবনে। বিশেষ করে মেয়ের বিয়ে নিয়ে নানান কথা শুনতে হয় মা"কে। দেখা যাচ্ছে এমনটাই, এই ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছে হানি বাফনা এবং সোনামণি সাহাকে। তবে চ্যানেলের দুই ধারাবাহিকের গল্পই বেশ পছন্দ করছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পাচ্ছে সেই কথা। এই দুই ধারাবাহিকেই প্রায় মায়ের চরিত্রে দর্শকদের মন জয় করতে প্রস্তুত মল্লিকা মজুমদার।